যদি কোনদিন, মনে পড়ে
ফিরে এসো হৃদয়
আঙ্গিনাতে
বরন করে নেব নতুন করে।।
ভুলগুলো আমারই ছিলো
ভালোবেসে দিয়েছি তোমায় আলো
আলোটা তুমি নিয়ে চলে গেছ।।
আঁধার পথে একাকী পথিক আমি
পথটা জানা নেই,
সামনে শুধু ধুধু
মরুভুমি।।
জীবনটা চলছে,
হয়তো চলবে
বেদনাকে সাথে নিয়ে,
মন শুধু কাঁদবে।।
ভালোবাসা দিও
নাকো,
অন্যকে ছলনা মেশানো
ভালোবেসে আলোকে জয়
করো।
Feb 25, 2014
যদি কোনদিন মনে পড়ে
Subscribe to:
Post Comments (Atom)
একাকীত্বের অনুভুতি
এখন আমার একাকীত্বের অনুভুতিগুলো আগের মত তেমন করে আর কষ্ট বাড়ায় না.. আমি এখন একা থাকতে শিখে গেছি... সেই প্রভাতী আলোয় শুরু থেকে শেষ অবধি- ...
-
চলে যেতে ইচ্ছে হয় যাও দুয়োরে আগলে পথ দাড়াবো না ধূসর নয়ন, অভিমান জ্বলে উঠে জ্বালাবে না শ্যামল হৃদয় -- নিজেকে আঘাত করে আমি এই ...
-
এই যে আমি তোর দিকে চেয়ে থাকি এই যে আমি দিনরাত্রি তোকে দেখি তুই সুন্দর বলেই তো নাকি? এই যে এত সারাদিন ঝগড়াঝাটি ছুতায় নাতায় কথায়...
No comments:
Post a Comment