Mar 13, 2014

চলে যেতে ইচ্ছে হয়- রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ


চলে যেতে ইচ্ছে হয় যাও
দুয়োরে আগলে পথ দাড়াবো না ধূসর নয়ন, অভিমান জ্বলে উঠে
জ্বালাবে না শ্যামল হৃদয় --
নিজেকে আঘাত করে
আমি এই প্রস্থান থামাব।
যদি বিশ্বাস না হয় তবে
পাথরে হৃদয় ছুঁড়ে
ভেঙ্গে দাও নিবিড় পৃথিবী ।
ছিঁড়ে ফ্যালো পরিচয়,
ভালোবাসা বুকের বিন্যাস
ভেতরে আগুন জ্বেলে
আমি তোরে বিশ্বাস দেখাবো।
যতো দূরে ইচ্ছে হয় যাও।
বিশ্বাসী স্বপ্নের কাছে
জেনে নেবো সঠিক ঠিকানা।

No comments:

Post a Comment

একাকীত্বের অনুভুতি

এখন আমার একাকীত্বের অনুভুতিগুলো আগের মত তেমন করে আর কষ্ট বাড়ায় না.. আমি এখন একা থাকতে শিখে গেছি... সেই প্রভাতী আলোয় শুরু থেকে শেষ অবধি- ...