Jul 25, 2019

একাকীত্বের অনুভুতি

এখন আমার একাকীত্বের অনুভুতিগুলো আগের মত তেমন করে আর কষ্ট বাড়ায় না.. আমি এখন একা থাকতে শিখে গেছি... সেই প্রভাতী আলোয় শুরু থেকে শেষ অবধি- এমনকি অন্ধকার গভীর থেকে গভীরে-নিশি প্রহরের আধারে জেগে থাকা ছায়ার মাঝে সুযোগ সন্ধানী অপেক্ষারত গভীর বেদনারাও আমাকে আর তেমনি করে ছুয়ে দিতে পারে না.. যেমনটা করে ওরা এই বেশ কদিন আগেও আমার বিষাদি ভাবনাজুরে তোর অতীতে ধুসর হত,আমাকে ছুয়ে অস্রু হত.. এখন আর আমার তেমনটা হয় না.. আমি এখন ওদেরকে সহ্য করতে শিখে গেছি... ওরাও তাই আজ আমাকে বন্ধু বলে মেনে নিয়েছে.. আজও সেই থেকেই শুরু- আমাদের একসাথে পথচলা... তাই আমার এখন আর একা থাকতে তেমন একটা কষ্ট হয়না, এখন আমার একা থাকতেই বেশ ভালো লাগে.... আমিতো খুব ভালোই আছি-আমার আবার দু:খ কি ? আমি এখন আমার অনেকটা সময় ওদের সাথেই পার করি.. আমার মুখাভিনয়ের হাসিমাখা দিনযাপনে ওরা আমাকে বেশ আগলে রাখে, কাউকে কিছু বুঝতেই দেয়না-এই আমি কেমন আছি -আমার সময়টা কেমন কাটছে.. পেছনের অতীত সীমানাটা বৃষ্টির জলে ভিজে থাকে কিনা.. আর কেউ কিছু না বুঝলেও ওরা এগুলো ঠিক জেনে যায়.. এমন করে আর কেইবা আমায় দেখে রাখে বলো- তাইতো এখন আমি বেশ সুখেই আছি, আমার আবার দু:খ কিসের ? এখন আমি বেশ করে ভাবতেও শিখে গেছি.. তাই আমি আমার ইচ্ছে হলেই খুব করে ভাবতে পারি-ভেবে ভেবে আমার একলা মুহুর্তগুলোয় তোর যতিচিহ্নের দুরত্বটাকে মুছে দিতে পারি.. তোর দেয়া তপ্ত ক্ষতটাকে নদীর জোয়ারে ধুয়ে ফেলতে পারি.. কিনবা আলোর অসহ্য কোলাহলী মিছিলগুলোকে ইচ্ছে করলেই নির্জন কালো আধার বানাতে পারি.. আমি ভাবতে পারি.. মন চাইলেই যখন তখন আমি আমাদের অসম্পুর্ন বাস্তবতার কষ্টটাতে সুখচিন্তার পরশ বুলিয়ে সইতে পারি... তাই আমি এখন খুব ভালোই আছি.. আমার একাকীত্বের প্রহর জাগা হাজার শত ভাবনারাও বেশ সুখেই আছে.. আমার আবার কষ্ট কি ?

Jul 4, 2019

পাসওয়ার্ড না জেনেও বদলে ফেলুন windows 7 এর পাসওয়ার্ড

১। প্রথমে windows 7 এর Setup DVD/CD টি আপনার কম্পিউটারে প্রবেশ করান এবং কম্পিউটার রিস্টার্ট করেন । রিস্টার্ট করার সময় যেকোনো কী চেপে DVD/CD টি Boot করেন আর একটি উইন্ডো আসবে সেখানে Repair Your Computer এ ক্লিক করেন । ২। এখন Command Prompt এ ক্লিক করেন। ৩। Command Prompt ওপেন হলে নিচের লাইন টি লিখে Enter চাপুন । copy c:\windows\system32\sethc.exe c:\ (এখানে c এর স্থানে আপনার ঐ Drive এর Location দেখাবেন যেখানে আপনার Windows setup দেয়া আছে । যদিও ডিফল্ট হিসেবে c ই থাকে ) ৪। Enter চাপার পর কপি হয়ে গেছে টাইপ মেসেজ আসবে । তখন আবার নিচের লাইন টি লিখে enter চাপুন । copy c:\windows\system32\cmd.exe c:\windows\system32\sethc.exe enter চাপার পর অনুমতি চাবে তখন yes লিখে enter চাপুন । এটা হয়ে গেলে কপম্পিউটার রিস্টার্ট করুন । ৫।রিস্টার্ট করার পর যখন পাসওয়ার্ড চাবে তখন তারাতারি করে ৫ বার shift চাপুন । এতে করে Command Prompt ওপেন হবে । ৬।এবারে Command Prompt এ লিখুন net user geek MyNewPassword (মনে রাখবেন এখানে geek হল আমার ইউজার নেম তাই geek এর স্থানে আপনের ইউজার নেম হুবহু লিখবেন আর MyNewPassword হল আপনার নতুন পাসওয়ার্ড তাই MyNewPassword এর স্থানে আপনার কাঙ্ক্ষিত পাসওয়ার্ড টি লিখবেন ।) এবার Command Prompt বন্ধ করে নতুন পাসওয়ার্ড দিয়ে Log-In করুন ।

Feb 6, 2018

How to resolve the icon change problem

Problem: All my desktop shortcuts look like the Word icon. When I use a shortcut to try to open a program, Word 2010 opens and then it tries to open the program so a file conversion window appears! What’s going on? How do I get the shortcuts back? Solution: Open the Run dialog (Start → Run or (Win)+R) Type regedit, then click [OK] or type Enter Navigate to HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\CurrentVersion\Explorer\FileExts Look for a .lnk branch Delete whole .lnk key or delete the userchioce key on that. Reboot.

Mar 13, 2014

চলে যেতে ইচ্ছে হয়- রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ


চলে যেতে ইচ্ছে হয় যাও
দুয়োরে আগলে পথ দাড়াবো না ধূসর নয়ন, অভিমান জ্বলে উঠে
জ্বালাবে না শ্যামল হৃদয় --
নিজেকে আঘাত করে
আমি এই প্রস্থান থামাব।
যদি বিশ্বাস না হয় তবে
পাথরে হৃদয় ছুঁড়ে
ভেঙ্গে দাও নিবিড় পৃথিবী ।
ছিঁড়ে ফ্যালো পরিচয়,
ভালোবাসা বুকের বিন্যাস
ভেতরে আগুন জ্বেলে
আমি তোরে বিশ্বাস দেখাবো।
যতো দূরে ইচ্ছে হয় যাও।
বিশ্বাসী স্বপ্নের কাছে
জেনে নেবো সঠিক ঠিকানা।

Mar 10, 2014

নিঃসঙ্গতা -আবুল হাসান


অতটুকু চায়নি বালিকা!
অত শোভা, অত স্বাধীনতা!
চেয়েছিল আরো কিছু কম,
আয়নার দাঁড়ে দেহ মেলে দিয়ে
বসে থাকা সবটা দুপুর, চেয়েছিল
মা বকুক, বাবা তার বেদনা দেখুক!
অতটুকু চায়নি বালিকা!
অত হৈ রৈ লোক, অত ভীড়, অত সমাগম!
চেয়েছিল আরো কিছু কম!
একটি জলের খনি
তাকে দিক তৃষ্ণা এখনি, চেয়েছিল
একটি পুরুষ তাকে বলুক রমণী!

Mar 3, 2014

ভালোবাসি বলেই তো নাকি? / আদিত্য অনীক


এই যে আমি তোর দিকে চেয়ে থাকি
এই যে আমি দিনরাত্রি তোকে দেখি
তুই সুন্দর বলেই তো নাকি?
এই যে এত সারাদিন ঝগড়াঝাটি
ছুতায় নাতায় কথায় কথায় খুনসুটি
বুকের মধ্যে থাকিস বলেই তো নাকি?
এই যে এত মাথায় মাথায় ঠোকাঠুকি
কথায় কথায় অর্থহীন বকাঝকি
মনের মিল আছে বলেই তো নাকি?
এই যে ঘরে মিথ্যে বলে বাইরে বেরোই
ঘড়ির কাঁটা বন্ধ করে পথ চেয়ে রই
ভালো লাগে বলেই তো নাকি?
এই যে মেলায় যাবার জন্য ডাকিস
ভিড়ের মধ্যে শক্ত হাতে ধরে রাখিস
হারিয়ে যাবার ভয়েই তো নাকি?
এই যে এত ছলাকলা বুকের মধ্যে আগুন জ্বলা
‘ভালোবাসি’ এই কথাটি আজো যে যায়নি বলা
ভালোবাসি বলেই তো নাকি?

একাকীত্বের অনুভুতি

এখন আমার একাকীত্বের অনুভুতিগুলো আগের মত তেমন করে আর কষ্ট বাড়ায় না.. আমি এখন একা থাকতে শিখে গেছি... সেই প্রভাতী আলোয় শুরু থেকে শেষ অবধি- ...