আমাকে ভালবাসতে হবে না,
ভালবাসি বলতে হবে না.
মাঝে মাঝে গভীর আবেগ
নিয়ে আমার ঠোঁট
দুটো ছুয়ে দিতে হবে না.
কিংবা আমার জন্য রাত
জাগা পাখিও
হতে হবে না.
অন্য সবার মত আমার
সাথে রুটিন মেনে দেখা
করতে হবে না. কিংবা
বিকেল বেলায় ফুচকাও
খেতে হবে না. এত
অসীম সংখ্যক ..না'এর ভিড়ে
শুধু মাত্র একটা কাজ
করতে হবে আমি যখন
প্রতিদিন এক বার ভালবাসি
বলব....তুমি প্রতিবার
একটা দীর্ঘশ্বাস
ফেলে একটু
খানি আদর মাখা
গলায় বলবে ...পাগলি....... ;
Feb 24, 2014
"আমি খুব অল্প কিছু চাই"- হুমায়ুন আহমেদ
Subscribe to:
Post Comments (Atom)
একাকীত্বের অনুভুতি
এখন আমার একাকীত্বের অনুভুতিগুলো আগের মত তেমন করে আর কষ্ট বাড়ায় না.. আমি এখন একা থাকতে শিখে গেছি... সেই প্রভাতী আলোয় শুরু থেকে শেষ অবধি- ...
-
চলে যেতে ইচ্ছে হয় যাও দুয়োরে আগলে পথ দাড়াবো না ধূসর নয়ন, অভিমান জ্বলে উঠে জ্বালাবে না শ্যামল হৃদয় -- নিজেকে আঘাত করে আমি এই ...
-
এই যে আমি তোর দিকে চেয়ে থাকি এই যে আমি দিনরাত্রি তোকে দেখি তুই সুন্দর বলেই তো নাকি? এই যে এত সারাদিন ঝগড়াঝাটি ছুতায় নাতায় কথায়...
No comments:
Post a Comment