অতটুকু চায়নি বালিকা!
অত শোভা, অত স্বাধীনতা!
চেয়েছিল আরো কিছু কম,
আয়নার দাঁড়ে দেহ মেলে দিয়ে
বসে থাকা সবটা দুপুর, চেয়েছিল
মা বকুক, বাবা তার বেদনা দেখুক!
অতটুকু চায়নি বালিকা!
অত হৈ রৈ লোক, অত ভীড়, অত সমাগম!
চেয়েছিল আরো কিছু কম!
একটি জলের খনি
তাকে দিক তৃষ্ণা এখনি, চেয়েছিল
একটি পুরুষ তাকে বলুক রমণী!
Mar 10, 2014
নিঃসঙ্গতা -আবুল হাসান
Subscribe to:
Post Comments (Atom)
একাকীত্বের অনুভুতি
এখন আমার একাকীত্বের অনুভুতিগুলো আগের মত তেমন করে আর কষ্ট বাড়ায় না.. আমি এখন একা থাকতে শিখে গেছি... সেই প্রভাতী আলোয় শুরু থেকে শেষ অবধি- ...
-
চলে যেতে ইচ্ছে হয় যাও দুয়োরে আগলে পথ দাড়াবো না ধূসর নয়ন, অভিমান জ্বলে উঠে জ্বালাবে না শ্যামল হৃদয় -- নিজেকে আঘাত করে আমি এই ...
-
এই যে আমি তোর দিকে চেয়ে থাকি এই যে আমি দিনরাত্রি তোকে দেখি তুই সুন্দর বলেই তো নাকি? এই যে এত সারাদিন ঝগড়াঝাটি ছুতায় নাতায় কথায়...
No comments:
Post a Comment